আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ২১ হাজার ৫৩৭ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। শনিবার সৌদি প্রেস এজেন্সি এ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুসারে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১৪ হাজার ৬১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ৪ হাজার ৪৫৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা ও ২ হাজার ৪৭০ জনকে শ্রম-সম্পর্কিত আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ করার চেষ্টার জন্য গ্রেপ্তার হওয়া ৯৬৬ জনের মধ্যে ৫৯ শতাংশ ইথিওপিয়ান, ৩৮ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারীদের সাহায্য ও আশ্রয় প্রদানের সাথে জড়িত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা ও সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post