জাতীয়তার দিক থেকে ওমানে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশি শ্রমিকরা। দেশটিতে বর্তমানে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা পাঁচ লাখ ৪৬ হাজার ৬৮১ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তাদের সংখ্যা চার লাখ ৯২ হাজার ২৭৬ জন।
ওমানে পাকিস্তানি প্রবাসীর সংখ্যা রয়েছে ৪৪ হাজার ২৯৫ জন। ফিলিপিনো প্রবাসী রয়েছে ১৯ হাজার ৩৭৫ জন। ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্র (এনসিএসআই) এই তথ্য জানিয়েছে।
ওমানের জাতীয় পরিসংখ্যানের দেওয়া নভেম্বরের মাসিক পরিসংখ্যান বুলেটিনে দেখা যায়, দেশটির সরকারী খাতে এ বছর অক্টোবরের আগ পর্যন্ত ৪২ হাজার ৮৯৯ জন প্রবাসী কর্মরত ছিলেন এবং বেসরকারি খাতে ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ৪৭৮ জন।
এছাড়াও বিদেশ থেকে গৃহকর্মী হিসেবে ওমান এসেছেন দুই লাখ ৫৩ হাজার ৬৯৭ জন। ওমানের বিভিন্ন কোম্পানিতে ম্যানেজার হিসেবে ছিলো ৩৭ হাজার ৬০৩ জন প্রবাসী যা এই বছর প্রায় ২২.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৮৭ জন।
আরো পড়ুনঃ প্রবাসীদের ওমান ছাড়ার হিড়িক
পরিসংখ্যানের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরের শেষ অবধি ২৯ হাজারেরও বেশি প্রবাসী ম্যানেজার পদে ওমানে কর্মরত ছিলেন। এনসিএসআই জানিয়েছে যে, অক্টোবরের শেষের দিকে ওমানে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিল ১৪ লাখ ৩৫ হাজার ৭০ জন। যা গতবছরের অক্টোবরের চেয়ে প্রায় ১৭ শতাংশ কমেছে। গত বছর অক্টোবরে প্রবাসী শ্রমিকের সংখ্যা ছিলো ১৭ লাখ ১২ হাজার ৭৯৮ জন।
আরো পড়ুনঃ ওমানে ভালো বেতনে চাকরী খুজুন অনলাইনে
এদিকে ওমান চলতি মাসে ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় আরো প্রায় লক্ষাধিক প্রবাসী ওমান ছাড়বেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরমধ্যে প্রায় পঞ্চাশ হাজারের অধিক বাংলাদেশী প্রবাসী দেশে ফেরত আসবেন বলে জানাগেছে সূত্রে। ইতিমধ্যেই বাংলাদেশী প্রবাসীদের মাঝে ওমান ছাড়ার হিড়িক পড়েছে। সাধারণ ক্ষমা নিয়ে দেশে ফিরতে প্রতিদিনই দূতাবাসে ভিড় করছেন কয়েক হাজার প্রবাসী।
আরো পড়ুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post