লিবিয়ায় দালালদের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ৪ যুবক। এছাড়া নির্যাতনের সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ হিসেবে প্রত্যেকের জন্য দশ লাখ করে মোট ৪০ লাখ টাকা দাবি করেছে সংঘবদ্ধ একটি চক্র।
ওই চার যুবক হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মো. ওয়াসিম, একই এলাকার বোরহান উদ্দিন, জাবেদুর রহিম ও নাঈম উদ্দিন।
এদিকে, মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও ফুটেজ পাঠানোর ঘটনা অভিভাবকরা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা জানান, এলাকার জহিরুল ইসলামের মাধ্যমে এ চার জনকে গত ফেব্রুয়ারিতে লিবিয়ায় পাঠানো হয়।
এজন্য জনপ্রতি ৪ লাখ ৩০ হাজার টাকা করে নেয় জহিরুল। বলেছিল লিবিয়ার হাসপাতালে তাদের মোটা অঙ্কের বেতনের চাকরি দেবে। তবে লিবিয়ায় নিয়ে অন্য দালালের হাতে এ চার জনকে বিক্রি করে দেয়া হয়।
জিম্মি এক প্রবাসীর বাবা বলেন, চার জনকে আটকে রেখে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। মঙ্গলবার মোবাইলে নির্যাতনের ভিডিও ফুটেজ ও অডিও বার্তা পাঠায় দালাল চক্রের সদস্যরা।
সেখানে জনপ্রতি ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে। টাকা দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের একটি হিসাব নম্বরও দিয়েছে তারা।
মুক্তিপণ দ্রুত না দিলে তাদের মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, এত টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post