মাঝ আকাশে ঝড়ের কবলে পড়ল যাত্রিবাহী বিমান। গন্তব্যে যাওয়ার আগেই জরুরি অবতরণ করতে বাধ্য হলেন পাইলট। এর ফলে বিমানের বহু যাত্রী হতাহতের শিকার হয়েছেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।
মাঝ আকাশে প্রবল ঝড়ের মুখে বিমানের গতি ব্যাহত হয়। দুর্ঘটনা এড়াতে দ্রুত বিমানটিকে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন পাইলট।
নিউইয়র্ক পোস্টের খবরে জানা গেছে, ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটিকে নিউইয়র্ক স্টেওয়ার্ট বিমানবন্দরে নামানো হয়। সেখানে যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে বিমানের যাত্রীরা জানিয়েছেন, মাঝ আকাশে হঠাৎ করে বিমান দুলতে শুরু করে। বাইরে তীব্র বাতাস ও বৃষ্টি হচ্ছিল। এতে সকল যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন।
বিমানবালা যাত্রীদের শান্ত করার চেষ্টা করছিল, তবে গোলমালের মাঝে অনেকেই আঘাত পান। কেউ কেউ আসন থেকে নিচে পড়ে গিয়েছিলেন। কেউ আবার জানালায় ধাক্কা খেয়েছিলেন।
এদিকে, বিমানবন্দরে অন্তত ২০০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বেশ কিছু যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের আঘাত তেমন গুরুতর নয়।
যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের দ্রুত সুস্থতা এবং নিরাপদ যাত্রার কামনা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post