পবিত্র কাবা শরিফ দেখতে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির চোখের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল উঁচু একটি বেড়া। বেড়াটির কারণে চোখ জুড়ানো কাবা দেখতে পাচ্ছিলেন না।
বিষয়টি খেয়াল করলেন সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য। তখন তিনি তাকে সাহায্য করতে এগিয়ে যান এবং কোলে তুলে নিয়ে কাবা শরিফ দেখতে সাহায্য করেন। প্রতিবন্ধী ওই ব্যক্তি মক্কায় ওমরা করতে গিয়েছিলেন।
কোন একজন মুসল্লি এ ঘটনার ভিডিও ধারণ করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।
متداول.. رجل أمن في #الحرم_المكي يحمل وافدا من ذوي الإعاقة ليشاهد الكعبة المشرفة #سوشال_سكاي pic.twitter.com/rRNEGq6t0M
— سكاي نيوز عربية (@skynewsarabia) March 27, 2024
সাধারণ মানুষ ওই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন। নেটিজেনরা তাকে তার মহানুভবতার জন্য পুরস্কৃত করার আহ্বানও জানিয়েছেন।
এর আগে, পবিত্র রমজান মাসে হাজার হাজার মানুষ ওমরা করতে মক্কা শরীফে যান। ভিড় সামাল দেওয়ার জন্য এ বছর রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরা করার অনুমতি দিচ্ছে দেশটির সরকার।
এদিকে, গত ১১ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়। এবার পবিত্র রমজানে মক্কায় প্রায় এক কোটি মানুষ নামাজ ও ওমরা পালন করেছেন। অপরদিকে মসজিদে নববীতে গত দুই সপ্তাহে প্রায় দেড় কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post