দেশের প্রধান শ্রম বাজার সৌদি আরবের প্রবাসীরা তাদের নিয়োগকর্তার (কফিল) অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন। চলতি মাসে দেশটির সংশোধিত শ্রম আইন অনুযায়ী এবং দেশটির মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের দেওয়া ৮টি শর্ত মেনে যেকোনো প্রবাসী তার চাকরি পরিবর্তন করতে পারবে। সংশোধনে কাফালাভিত্তিক বাধ্যতামূলক নিয়োগ চুক্তি শিথিলের কথা জানানো হয়েছে।
নিয়োগ কর্তার অনুমতি ছাড়া যেসব শর্তের আওতায় প্রবাসী কর্মীরা এসব সুবিধা নিতে পারবেন সেগুলো হলো-
১, কোনো শ্রমিক সৌদি আরবে যাওয়ার তিন মাস পরেও যদি নিয়োগদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তিপত্র অনুযায়ী কাজ দিতে ব্যর্থ হয়।
২, টানা তিন মাস কোনো কর্মীকে চুক্তিপত্রে উল্লেখিত বেতন-ভাতা প্রদান না করলে।
৩, নিয়োগদাতা অবৈধ মানব পাচারে জড়িত, কর্মীর কাছে এমন সাক্ষ্য-প্রমাণ থাকলে।
৪, ইকামা বা কর্ম-ভিসার আওতায় সৌদিতে অবস্থানের সময় পেরিয়ে গেলে মালিকের অনুমতি ছাড়াই সৌদি আরব ত্যাগ করতে পারবেন কর্মীরা।
আরো পড়ুনঃ মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না ভগত
৫, ভ্রমণ, কারাবাস, মৃত্যু বা অন্য কোনো কারণে যদি নিয়োগদাতা অনুপস্থিত থাকেন।
৬, যদি প্রবাসী কর্মী তার মালিকের অসাধুতা অবলম্বনের অভিযোগ করেন, সে ক্ষেত্রে তাঁর নিরাপত্তা বিবেচনায় কর্মস্থল বদলের সুযোগ থাকবে।
৭, শ্রমপরিবেশ নিয়ে মালিকের সঙ্গে বিরোধ দেখা দিলে এবং অনুরোধ সত্ত্বেও নিয়োগদাতার প্রতিনিধি সেই বিরোধ অবসানের শুনানি গ্রহণ করতে পরপর দুইবার ব্যর্থ হলে বা শান্তিপূর্ণ সমাধান না করতে পারলে।
৮, বর্তমান নিয়োগদাতা যদি কোনো শ্রমিককে ছাঁটাই করার ইচ্ছা প্রকাশ করে, সে ক্ষেত্রেও চাকরি বদলানো যাবে।
আরো পড়ুনঃ ইতালিতে সিজনাল ও নন-সিজনাল কর্মী নিয়োগ
সংশোধিত নতুন শ্রম আইনে বিদেশি কর্মী নিয়োগকারীরা প্রতিষ্ঠানের জন্য নতুন চারটি শর্ত যুক্ত করা হয়েছে। এরমধ্যে রয়েছে,
১, নিয়োগকর্তার প্রতিষ্ঠানটি নিয়ম ও শর্ত মোতাবেক ভিসাপ্রাপ্ত হওয়ার যোগ্য হতে হবে।
২, নিয়মিত কর্ম-পরিবেশ মূল্যায়নে নিজস্ব উদ্যোগ রাখতে হবে।
৩, প্রতিষ্ঠানটি বেতন-ভাতা সুরক্ষা কর্মসূচির সঙ্গে সহাবস্থানে থাকতে হবে।
৪, শ্রমিকদের চুক্তির দলিল আইনি প্রক্রিয়ায় সংগ্রহ করে তা ডিজিটাল মাধ্যমে নিবন্ধন করতে হবে।
আরো দেখুনঃ বাংলাদেশে পৈচাশিক ঘটনা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post