জুয়া খেলার অপরাধে ২০ প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। আল দাখিলিয়ার আদাম প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওমান পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রবাসীদের আখড়ায় অভিযান চালায় পুলিশ। এসময় প্রবাসীরা আসর জমিয়ে জুয়া খেলছিলেন। তাদের গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
এর আগেও ওমানে একাধিক বাঙালি অধ্যুষিত এলাকায় প্রবাস টাইমের অনুসন্ধানে নানা অনৈতিক কাজের মত জুয়া খেলাতেও বাংলাদেশিদের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।
প্রায় নিয়মিতই গভীর রাত পর্যন্ত আসর জমিয়ে জুয়া খেলেন তারা। ফলে একদিকে ওমানে বাংলাদেশিদের সুনাম যেমন ক্ষুণ্ন হচ্ছে অপরদিকে দেশটিতে বাংলাদেশি অভিবাসনও দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়ছে।
বর্তমানে বাংলাদেশিদের জন্য সব রকমের ভিসার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ওমান সরকার। এরমধ্যেও একের পর এক বাংলাদেশি পতিতাবৃত্তিসহ নানা অপরাধকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
কমিনিউনিটি নেতারা বলছেন, যেখানে সাধারণভাবেই বাংলাদেশিদের উপরে স্থানীয় নাগরিক এবং ওমান প্রশাসন বিরক্ত সেখানে প্রবাসীদের এমন ঘৃণিত এবং অনৈতিক কাজ ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post