ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত জানিয়েছে স্পেনসহ ইউরোপের চার দেশ। গত শুক্রবার (২২ মার্চ) ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের এক বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ বার্তা দেন।
এদিকে, অন্য তিনটি দেশ হলো আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া। এরইমধ্যে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার প্রাথমিক পদক্ষেপ ঘন করেছে। গত নভেম্বরে আরব রাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে স্পেনে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তারা ফিলিস্তিন–ইসরাইল সংঘাত বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সম্মত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ আশা প্রকাশ করে বলেন, তার সরকারের মেয়াদের মধ্যেই এ স্বীকৃতি মিলবে। তিনি আরও বলেন, কাউন্সিলের সমাবেশের ফাঁকে শুক্রবার সকালে আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তারা একটি চুক্তিতে পৌঁছান।
বৈঠকের পর আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে জানায়, দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে আমরা সম্মত হয়েছি। ফলে ইসরাইল ও ফিলিস্তিনিরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারবে।
বৈঠকের পর এক টুইটে মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা বলেন, ‘স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়ার সঙ্গে মিলে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছি। যখন উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হবে এবং সেই পরিস্থিতি সফল শান্তি প্রক্রিয়ায় অবদান রাখতে পারবে, তখনই আমরা স্বীকৃতি দেব।
এদিকে, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোব বলেন, তিনি আশাবাদী জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে রাজনৈতিক সমর্থন জোরদার করতে অনেক কিছু করা যেতে পারে। ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post