ওমানে আগামী শুক্র ও শনিবার দূতাবাস বন্ধ থাকলেও সালালাহ অঞ্চলে চালু থাকবে দূতাবাসের আউটপাশ সেবা কার্যক্রম। শুক্র শনি দুইদিন দূতাবাসের কর্মকর্তারা সালালাহ প্রবাসীদের আউটপাশের সেবা দিবেন বলে দূতাবাস থেকে জানিয়েছেন। গতকাল দূতাবাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রবাস টাইমকে বলেন, “আমরা দূতাবাসের ফুল টিম আগামী ২০ এবং ২১ নভেম্বর (শুক্র ও শনিবার) সালালাহ প্রবাসীদের আউটপাশ সেবা দিতে যাবো। আমাদের প্রবাসীরা যেনো আউটপাশ নিয়ে দেশে যেতে পারেন, সে জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ছুটির দিনেও আমরা প্রবাসীদের সেবায় নিয়জিত থাকবো।
এই কর্মকর্তা আরো বলেন, যেসব প্রবাসীর পাসপোর্ট আছে এবং মেয়াদ ও আছে, তাদের দূতাবাসে আসার প্রয়োজন নেই। তারা অনলাইনে অথবা সানাদ অফিসে যেয়ে রেজিস্ট্রেশন করলেই আউটপাশ পেয়ে যাবেন। আর যাদের পাসপোর্টের মেয়াদ নেই, তারা তাদের পাসপোর্ট নিয়ে আসলে আমরা সাথেসাথেই পাসপোর্ট নবায়ন করে দিবো। পাসপোর্ট নবায়নে একদিনের ও প্রয়োজন নেই। আমরা তাৎক্ষনিক তার পাসপোর্ট নবায়ন করে দিবো এবং এর জন্য তাকে কোনো আবেদন ও করার প্রয়োজন নেই।
আরো দেখুনঃ আকর্ষণীয় বেতনে ওমানে চাকরির সুযোগ
প্রবাসীদের যাতে করে কোনো ধরণের হয়রানী না হয় এবং কোনো ধরণের ভোগান্তির শিকার না হতে হয়, সে জন্য দূতাবাস সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। আউটপাশের ব্যাপারে দালালদের সাথে কোনো প্রকার লেনদেন না করতেও অনুরোধ জানান তিনি। পাসপোর্ট নবায়নে বছর প্রতি ২.৬০০ পয়সা করে সরকারি ফি দিতে হবে বলেও যোগ করেন এই কর্মকর্তা।
এদিকে আজ ওমানের পঞ্চাশতম জাতীয় দিবস হলেও খোলা রয়েছে দেশটির সকল সরকারি বেসরকারি অফিস আদালত। ওমানের ৫০ তম জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৫ এবং ২৬ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ২৯ নভেম্বর (রবিবার) থেকে পুনরায় দেশটির সকল অফিস আদালত চালু হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় গনমাধ্যমের সংবাদে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post