ওমানে গত কয়েকদিনে বিভিন্ন কারণে জেলে যাওয়া ৯ জন প্রবাসী বন্দীকে মুক্ত করেছে মানবিক সংগঠন ফাক কুরবা।
সংগঠনটির সম্প্রতি শুরু হওয়া ১১তম পর্বের মাত্র কয়েকদিনে বারকা, খাসাব, দুখুম এবং বুরাইমির অন্তত ১ জন করে প্রবাসী কারামুক্ত হয়েছেন। আর সবমিলিয়ে তাদের সহায়তায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মুক্তি পেয়েছেন ৪৭ জন অসহায় কারাবন্দী।
মূলত দেওয়ানি, বাণিজ্যিক এবং শ্রম আইনের মামলায় যেসব শ্রমিক বা আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি কারাগারে গিয়েছেন তাদের মুক্ত করতে কাজ করে ফাক কুরবা। ওমানিদের পাশাপাশি প্রবাসীরাও এই উদ্যোগ থেকে সমান উপকৃত হচ্ছেন বলে সংস্থাটির পক্ষ থেকে প্রবাস টাইমকে জানানো হয়েছে। তবে মামলা গ্রহণের ক্ষেত্রে কম অর্থের কেসগুলোই বেশি অগ্রাধিকার পেয়ে থাকে।
এদিকে ফাঁক কুরবার মাধ্যমে ৫১ জেলবন্দীকে মুক্ত করে প্রশংসায় ভাসছেন নাম না জানা এক ওমানি। টানা অষ্টমবারের মত পরিচয় গোপন করে প্রতিষ্ঠানটির মাধ্যমে পঞ্চাশেরও অধিক কারাবন্দীকে মুক্ত করেছেন ধর্মপরায়ণ ওই ব্যক্তি। ওমানি আইনজীবী এসোসিয়েশন পরিচালিত ফাক কুরবার ঘোষণা অনুযায়ী, এ বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ হাজার ৫ শত অসচ্ছল কারাবন্দীকে মুক্ত করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post