ওমরাহ পালন করতে গিয়ে পবিত্র কাবা প্রান্তরে অজ্ঞান হয়ে পড়েন একজন বাংলাদেশি। জরুরিভিত্তিতে তাকে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং তার জ্ঞান ফিরে আসে।
সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, হারাম শরিফ প্রান্তরে অজ্ঞান হয়ে পড়লে ওই বাংলাদেশি ওমরাহ পালনকারীকে মক্কার সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্স দল দ্রুত তার কাছে ছুটে যায় এবং তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার কাবা প্রান্তরে ওই বাংলাদেশি অজ্ঞান হয়ে পড়েন। তার বয়স ৫০ এর দশকে। তিনি মাটিতে পড়ে যান এবং শ্বাস নিতে অক্ষম হয়ে পড়েন।
পরে জরুরি কর্মীরা একটি শক ডিভাইস ব্যবহার করে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) প্রদান করেন। কিছুক্ষণ পর তার শ্বাস ফিরে আসে। তাকে দ্রুত জরুরি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ হজ ও ওমরাহ তীর্থযাত্রীদের প্রাথমিক চিকিৎসার গুরুত্ব এবং অজ্ঞান হয়ে যাওয়া এবং শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে কীভাবে মোকাবিলা করা যায় সে সম্পর্কে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। কোনো প্রয়োজনে ৯৯৭ নম্বরে কল দিয়ে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post