ফেসবুকের আঞ্চলিক অফিস বাংলাদেশে স্থাপনের জন্য প্রস্তাব দিয়েছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২০ মার্চ) বাংলাদেশের মেটার পাবলিক পলিসি প্রধানের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ প্রস্তাবনা দেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠক শেষে আইসিটি বিভাগ জানায়, নতুন চাকরির সুযোগ তৈরি, ভুল তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এছাড়া একটি আঞ্চলিক অফিস বাংলাদেশে স্থাপন এবং ভবিষ্যতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফেসবুকের কাছে বাংলাদেশ নিয়মিত তথ্য চায়। কিন্তু ফেসবুক প্রথম তথ্য দেয় ২০১৬ সালে। দেশের জনগণের সুরক্ষার জন্য যেন কোনো তথ্য ফেসবুকের কাছে চাওয়া মাত্রই পাই, সেজন্য একটি আঞ্চলিক অফিস বাংলাদেশে স্থাপনের জন্য পূর্বের ন্যায় এবারেও বলা হয়েছে। মানুষকে সংযুক্ত করার একটি মাধ্যম হলো ফেসবুক। ফেসবুকের ইতিবাচক দিকগুলো নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতেও করতে চাই। বিভিন্ন দেশের নীতিমালার আদলে আইন করতে চাই।
বৈঠকে অংশ নেন প্রাইভেসি, এআই ম্যাটার এক্সপার্ট আরিয়ান জিমেনেজ, বাংলাদেশে মেটার পাবলিক পলিসির প্রধান রুজান সারওয়ার এবং কনটেন্ট বিষয় বিশেষজ্ঞ নয়নতারা নারায়ণ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post