দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ভো ভ্যান থুং। তিনি পদত্যাগ করলেন দায়িত্ব গ্রহণের এক বছর মাথায়। বিবিসির বৃহস্পতিবারের (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ভো ভ্যানের বিরুদ্ধে দলের সুনাম ক্ষুণ্নসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা বলা হয়েছে। তার পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন ভিয়েতনামিজ কমিউনিস্ট পার্টি। বুধবার(২০ মার্চ) এ তথ্য জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে।
কমিউনিস্ট পার্টির এক বিবৃতিতে বলা হয়, ভো ভ্যান থুং দলের নীতি ভঙ্গ করেছেন। তার এসব কর্মকাণ্ডে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে তার নিজের সুনাম ও দলসহ দেশেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।
বিসিসর বরাত থেকে জানানো হয়, ভো ভ্যান থুংয়ের পদত্যাগ করার কারণ হতে পারে নিজ প্রদেশে দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকা। দুর্নীতির দায়ে গত বছর পদত্যাগে বাধ্য হওয়া অন্য রাষ্ট্রপতির জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
ভিয়েতনামে একদলীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি পদ আনুষ্ঠানিকমাত্র। রাষ্ট্রপতি পদটি এই দেশটির শীর্ষ চার পদের একটি। দেশটির কেন্দ্রীয় কমিটি দ্য সেন্ট্রাল পার্টি কমিটি দল ও প্রশাসনিক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।
ভো ভ্যান থুং যে কারণে পদত্যাগ করেছেন সেই বিষয়টি বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। তবে দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অভিযানেকে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, তবে এটি দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু হয়েছে বলে ধারণা অনেকের।
https://www.youtube.com/watch?v=OvqTsJryYsM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post