ওমানি নাগরিকদের জন্য আগামীকাল (১৬-নভেম্বর) থেকে খুলে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বর্ডার। দীর্ঘদিন বন্ধের পর অবশেষে আগামীকাল (সোমবার) থেকে স্থলবন্দর দিয়ে চলাচল শুরু করবে দুই দেশের নাগরিক। আজ ডব্লিউএএম সংবাদ সংস্থা থেকে এই তথ্য জানিয়েছে। এতে আরো বলা হয়েছে, ওমানী নাগরিকদের স্থলবন্দর দিয়ে আমিরাত প্রবেশে কোনো ধরণের পূর্ব অনুমোদনের প্রয়োজনীয়তা নেই।
শুধুমাত্র করোনা নেগেটিভ সনদ থাকলেই ওমানিরা আমিরাত প্রবেশ করতে পারবে। তবে করোনা পরীক্ষার মেয়াদ ৪৮ ঘন্টার মধ্যে থাকতে হবে এমনটি উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও আগমনকালে বন্দরে কোভিড -১৯ পরীক্ষা করাতে হবে এবং আল হোসনের অ্যাপ্লিকেশন ইন্সটল করার পাশাপাশি অনুমোদিত প্রোটোকল অনুসারে সমস্ত প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করতে হবে।
আরো পড়ুনঃ ওমানের ৪০ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিন পাবেঃ স্বাস্থ্যমন্ত্রী
সেইসাথে টানা চার দিন আমিরাত অবস্থান করলে চতুর্থ দিনে আরেকটি পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। এ ছাড়াও বর্ডারে কোভিড পরীক্ষার সময় কোনো ব্যক্তির ফলাফল পজিটিভ আসলে তাকে আন্তর্জাতিক বিধি মোতাবেক আমিরাত প্রবেশের অনুমতি দেওয়া হবেনা বলে জানিয়েছে ডব্লিউএএম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post