২০২৩ সালে বিদেশ থেকে ৪ হাজার ৫৫২ জন প্রবাসী কর্মীর লাশ দেশ এসেছে। পরিসংখ্যান বলছে, এটিই এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন প্রবাসীর মরদেহ আসে।
আর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৩ হাজার ৯০৪, ২০২১ সালে ৩ হাজার ৮১৮, ২০২০ সালে ৩ হাজার ১৯ এবং ২০১৯ সালে ৪ হাজার ৩৪ জনের লাশ দেশে আসে। অর্থাৎ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে মোট ১৯ হাজার ৩২৭ জন প্রবাসীর মরদেহ দেশে এসেছে। প্রতি বছর লাশের এই সংখ্যা বেড়েই চলেছে।
মৃতদের সঙ্গে আসা নথিপত্র অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবাসী মারা যান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে। এদের একটা বড় অংশই মধ্যবয়সী কিংবা তরুণ। এ ছাড়া হৃদরোগসহ বিভিন্ন ধরনের অসুস্থতা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা কিংবা প্রতিপক্ষের হাতেও খুন হন বাংলাদেশিরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post