২০২৩ সালে নিজের ধর্ম পরিবর্তনের কথা সামনে এনেছিলেন ভারতীয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। খ্রিস্টান ধর্ম ছেড়ে তিনি গ্রহণ করেছিলেন ইসলাম।
এক বছর আগে, নিজের জীবনে আসা এই বড় পরিবর্তন সামনে আনেন এই অভিনেতা। এবার তাকে বলতে শোনা গেল রমজান পালনের কথা।
ভিভিয়ান বলেন, আমি গত রমজানের সময়ই ইসলাম গ্রহণ করেছি। এই কারণটা রমজানকে আমার হৃদয়ের খুব কাছাকাছি করে দিয়েছে।
এ বছর আমার ষষ্ঠ রমজান এবং আল্লাহর রহমতে আমি প্রতি বছর রোজা রাখছি। পুরো রমজান মাস রোজা রাখা আমাদের জন্য বাধ্যতামূলক কারণ এটি ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে একটি।
ভিভিয়ান আরও জানান, তিনি বাহরাইনে তার পরিবারের সঙ্গে রমজান কাটানোর চেষ্টা করেন। ‘আমি অস্বীকার করতে পারি না যে রোজা রাখার বিষয়ে আমি শুরুতে খুব চিন্তিত ছিলাম, যার বিশেষ কারণ হল পানি আর কফি।
এমনকী আমার পরিবার এবং বন্ধুরাও ভাবতে থাকে যে আমি কীভাবে ১৩ বা ১৪ ঘন্টা পানি বা ক্যাফিন ছাড়া থাকতে পারি। আল্লাহ দয়ালু, আমার উপবাসের যাত্রা শালীনভাবে মসৃণ করেছে।
বছরের এই সময় কোন খাবার সবচেয়ে পছন্দ করেন তা জানতে চাওয়া হলে ভিভিয়ান জবাব দেন, আমি সব ধরণের খাবার পছন্দ করি, বিশেষত বাড়িতে রান্না করা খাবার এবং মিষ্টি।
আল্লাহকে ধন্যবাদ যে আমি এমন একটি পরিবার এবং স্ত্রী পেয়েছি যিনি রমজানের প্রতিটি দিনকে খাদ্য উৎসবে পরিণত করেছেন। তাই আমি বিভিন্ন খাবারের স্বাদ এবং অভিজ্ঞতা অর্জন করতে পারি। আর যদি নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতেই হয়, তাহলে বলব বাসবুসা এবং কুনাফা।
এর আগে, ২১ বছর বয়সে ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’র সহ-অভিনেত্রী ভাবিজ দোরাবজির সঙ্গে বিয়ে করেছিলেন। মাত্র চার বছরের সংসার ছিল তাদের। আইনি মতে আলাদা হন ২০২১ সালের ডিসেম্বরে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post