মহাকাশ প্রেমিকদের জন্য সুখবর নিয়ে আসলো স্পেসভিআইপি নামের একটি মহাকাশ পর্যটন সংস্থা। মহাকাশ প্রেমিক যারা আবার একই সঙ্গে খাদ্যরসিক তাদের জন্যই এই বিশাল সুখবর।
বিশ্বের স্বনামধন্য বাবুর্চিদের একজন খাদ্য পরিবেশন করবেন মহাকাশ প্রেমিক ও খাদ্যরসিকদের খাদ্য। তবে মহাকাশে এই খাদ্যের আস্বাদ পেতে ভোজনরসিকদের গুণতে হবে মাত্র পাঁচ লাখ ডলার।
সংবাদমাধ্যম ব্লুমবার্গ বলেছেন, স্পেসভিআইপি নামের একটি মহাকাশ পর্যটন সংস্থা ভোজনরসিক ধনী মহাকাশ প্রেমীদের জন্য এই আয়োজন করেছে।
মূলত মাটি থেকে এক লাখ ফুট উচ্চতায় একটি বেলুনে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনর মিচেলিন স্টার সনদ প্রাপ্ত রেস্টুরেন্ট আলকেমিস্ট এর শেফ রাসমুস মুঙ্ক একসঙ্গে সর্বোচ্চ ছয়জন অতিথিকে খাবার পরিবেশন করবেন। পৃথিবীর বক্ররেখায় তাকিয়ে উপভোগ করে খাদ্য গ্রহণ করবেন। এই বেলুনটিতে থাকবে বিশেষ ওয়াইফাই সুবিধা। পৃথিবীতে তাদের এই খাদ্যগ্রহণের অভিজ্ঞতা বন্ধুবান্ধবরাও দর্শন করতে পারবেন।
যদিও এই মহাকাশে খাবার খেতে হলে গুনতে হবে পাঁচ লাখ ডলার। কিন্তু ইতোমধ্যে এ খাদ্য গ্রহণের ব্যাপারে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।
এই মহাকাশে খাবার খাওয়ার অভিজ্ঞতা গ্রহণে প্রথম যাত্রাতেই আগ্রহ প্রকাশ করেছেন ডজনেরও বেশি ব্যক্তি। বেলুনটিতে আসন রয়েছে মাত্র ছয়টি।
জানা যায়, এক ধরনের বিশেষ প্রেশারাইজড ক্যাপসুলে করে মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার ঊর্ধ্বগগনে অতিথিদের মহাকাশে নেয়া হবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। আগামী মাস থেকেই এ সংক্রান্ত টেস্ট ফ্লাইট শুরু হবে।
স্পেস ভিআইপি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ বেলুন ক্যাপসুলের এই স্পেসফ্লাইটে অতিথিদের জন্য কোন ধরণের প্রশিক্ষণ বা প্রটেকশন গিয়ারের প্রয়োজন হবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post