পবিত্র কোরআন তিলাওয়াত শুনে শুনেই হাফেজ হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক সৌদি নাগরিক। দৃষ্টিপ্রতিবন্ধী কোরআনের এই হাফেজের নাম সালমান বিন সাবের বিন আল মারগালানি।
কোরআন তিলাওয়াত শুনে কোরআন হিফজ করতে তার পাঁচ বছর সময় লেগেছে বলে জানানো হয়েছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার খবরে।
হাফেজ সালমান বাদশা সালমান বিন আবদুল আজিজ কোরআন প্রতিযোগিতাও অংশ নিয়েছেন। সালমান জানান, তিনি সুপরিচিত ১০জন কারীর তিলাওয়াত শুনে তাদের স্বরে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন।
কোরআন হাফেজ হতে তার কোনো ধরণের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি বলেও জানায় সালমান।
সালমান আরও বলেন, ৯ বছর বয়সে আমি কোরআন শেখা শুরু করি। আমার বাবা আমার সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করতেন, আমি শুনে শুনে তা মুখস্ত করার চেষ্টা করতাম।
বাবার কাছে একটি আয়াত শোনার পর কয়েকবার করে পড়তাম, এভাবে ওই আয়াত আমার মুখস্ত হয়ে যেতো, তারপর বাবাকে সেই আয়াত শুনাতাম। এখন আমার মনে হয় আমার জীবন সহজ হয়ে গেছে।
আল্লাহ তায়ালার কালাম হিফজের সঙ্গে সঙ্গে পার্থিব জীবনের পড়াশোনাও করছি।
কোরআনের হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী সালমান এর কাছে স্কুল-কলেজ, ইউনির্ভাসিটির পড়াশোনাও এখন সহজ মনে হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post