অবশেষে ঘোষণা করা হইলো ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত আউটপাশ বা সাধারণ ক্ষমা। আজ ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমের প্রকাশিত সংবাদে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, যেসব প্রবাসী ওমান ত্যাগ করতে চায়, তারা আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওমান ত্যাগ করলে কোনো ধরণের জরিমানা লাগবেনা। সেইসাথে নিয়োগকর্তা এবং প্রবাসী কর্মীদের দ্বারা প্রদেয় সমস্ত ফি ও জরিমানা থেকে অব্যাহতি পাবে।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত প্রবাসীরা পাবেন ২০০ কোটি টাকার ঋণ
যেসব প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে নিজ নিজ দেশের দূতাবাসে যোগাযোগ যেয়ে পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্টস সংগ্রহ করতে অনুরোধ জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
তারপরে তাদের যাত্রা সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ করে ওমান থেকে চলে যাওয়ার সময় মাস্কাট এয়ারপোর্টে অবস্থিত শ্রম মন্ত্রণালয়ের অফিসে যেতে হবে। এতে প্রবাসীদের কোভিড টেস্ট সহ অন্যান্য সকল ডকুমেন্টস প্রস্তুত করতে হবে। সেইসাথে নিয়োগকর্তাদের তাদের ডেটা আপডেট করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষথেকে।
আরো পড়ুনঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার ওমান
তবে এ ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “এ ব্যাপারে এখনো ওমান সরকার অফিসিয়ালি কোনো কিছু দূতাবাসকে জানায়নি, ওমান সরকার থেকে অফিসিয়াল ঘোষণা পাওয়া মাত্রই তা দূতাবাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।”
উল্লেখ্যঃ সাধারণত উপসাগরীয় দেশগুলো অবৈধ বিদেশি শ্রমিকদের সাধারণ ক্ষমার মাধ্যমে কোনো জরিমানা ছাড়াই দেশ ত্যাগের অনুমতি দেয়। কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতও দেশটিতে থাকা অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। সাধারণ ক্ষমার অর্থ অবৈধ শ্রমিকেরা জেল এবং জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। কিন্তু বৈধ অভিবাসী হতে পারবেন না।
আরো পড়ুনঃ মানব সেবার আড়ালে ওমানে কোটি টাকার জালিয়াতি
সর্বশেষ গত ২০১৫ সালের ৩ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ওমান। তৎকালীন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী থাকাকালীন এই আউটপাশের সুযোগ পায় ওমান প্রবাসীরা।
ওমানের পূর্বের হিসেব অনুযায়ী দেখা যায়, দেশটি প্রতি ৫ বছর পর পর সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসেবে বর্তমানে ৫ বছরের বেশি সময় যাবত ওমানের আউটপাশ বন্ধ রয়েছে। করোনার কারণে এবারের আউটপাশ ঘোষণায় কিছুটা দেরি হলেও অবশেষে আউটপাশের ঘোষণা করেছেন ওমান সরকার এতে ভীষণ খুশি ওমানের অবৈধ প্রবাসীরা।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
এর আগে ২০০৯-১০ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দেশটি। তখন প্রায় ৬০ হাজার অবৈধ অভিবাসী এ সুযোগ গ্রহণ করেছিলেন। চলতি বছর প্রায় পঞ্চাশ হাজারের অধিক বাংলাদেশী প্রবাসী আউটপাশের মাধ্যমে দেশে আসবেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
বিঃদ্রঃ ওমানে অবস্থিত সকল প্রবাসীদের দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নির্দেশনার অপেক্ষায় থাকতে অনুরোধ করা হইলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post