আরবি মাসগুলো সাধারণত ২৯ কিংবা ৩০ দিনে হয়ে থাকে, রমজান মাসও এর বাইরে নয়। তবে কি ভাবে ২০৩০ সালের রমজান মাসে ৩৬টি রোজা হবে!
আসলে ২০৩০ সালের রমজান মাস ৩০ দিন ঠিকই থাকবে বরং বছরের শুরু ও শেষে রমজান অনুষ্ঠিত হবে, আর তাতে মুমিন মুসলমান একই বছর ৩৬ দিন রোজা পালন করবে।
সম্প্রতি সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ এ কথা জানিয়েছেন।
ড. আব্দুল্লাহ আল-মুসনাদ বলেছেন, এমন বিরল ঘটনা বার বার পুনরাবৃত্তি হয় না। মুসলমানরা ২০৩০ সালে ৩৬ দিন রোজা রাখবে। হিসাবটি একদম সহজ। ২০৩০ সালে ২ বার রমজান মাস পাবে মুসলমানরা।
এক টুইটে তিনি লেখেন, ‘২০৩০ সালের ৫ জানুয়ারি মোতাবেক ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। আর আশা করা যায় এ মাসটি ৩০দিন পূর্ণ হবে।
Ramadan calendar.
Ramadan will be observed twice in the year 2030. pic.twitter.com/R02ozedlHg
— ????Dan Albarka.???? (@Muhammad_A_SFN) December 3, 2023
আবার একই বছর ২৬ ডিসেম্বর মোতাবেক ১৪৫২ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। আর তাতে ডিসেম্বরে মুসলমানরা ৬ দিন রোজা পালন করবে। সে হিসেবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।
এমনটি হওয়ার কারণ ব্যাখ্যা করে এ অধ্যাপক বলেন, চন্দ্র বছর আর সৌরবর্ষের মধ্যে প্রতি বছর ১১ দিন ব্যবধান হয়ে থাকে।
উল্লেখ্য, চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিন হয়। আর ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত হয়ে থাকে। সে কারণে প্রতি ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়। আর এভাবে কমতে কমতে ২০৩০ সালে ২ বার পবিত্র রমজান মাস পাওয়া যাবে। ২০৩০ সালের গ্লোবাল ইসলামিক ক্যালেন্ডারেও এই তথ্যের সত্যতা পাওয়া গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post