ইয়াসমিন আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (১৬ মার্চ) রাতে ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের রমজান আলী মিস্ত্রি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় পলাশ বলেন, এই সময় শ্বশুরবাড়ির লোকজনের সন্ধান পাওয়া যায় নি।
ওমান প্রবাসী মেহেদী হাসানের স্ত্রী ইয়াসমিন। নিহত ইয়াসমিন সদর ইউনিয়নের ছুট্টু মিয়ার কন্যা।
নিহতের স্বজনদের বরাতে থেকে পুলিশ বলেন, গত শনিবার (১৬ মার্চ) রাতে খবর পেয়ে ওই বাড়ির শয়নকক্ষের বিছানার ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই সময়ে বাড়িতে কেউ না থাকায় মৃত্যুর কারণ তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ
নিহতের মা জানান, দীর্ঘদিন ধরে শ্বশুর-শাশুড়ি এবং ভাসুর ও ভাসুরের স্ত্রী নানাভাবে নির্যাতন করতো ইয়াসমিনকে। এসব নিয়ে সামাজিকভাবে বৈঠকও হয়েছে কয়েকবার। শ্বশুরবাড়ির লোকজন পূর্ব বিরোধের জেরে ইয়াসমিনকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
নিহতের বাবা ছুট্টু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে তার মেয়ের স্বামী ওমানে বসবাস করছেন। নিয়মিত শ্বশুরবাড়ির লোকজন ইয়াসমিনকে নির্যাতন করতো। ইয়াসমিনকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায় মরদেহ রেখে।
ওসি সুদীপ রায় পলাশ জানান যে, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post