বরিশালে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া প্রবাসী বাস যাত্রী কালু সরদার (৪৬) মারা গেছেন। শুক্রবার (১৫ মার্চ) সকালে প্রবাসী বাস যাত্রী টানা ১৪ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর মারা যান। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতের পরিবারে। নিহত কালু সরদার বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা।
নিহত কালু সরদারসহ তার চাচাতো ভাই সাইদুল ও কবির গত শুক্রবার (১ মার্চ) বরিশাল বাস টার্মিনাল থেকে গৌরনদী যাওয়ার জন্য বেপারী পরিবহনের একটি বাসে উঠে। বাস থেকে ধাক্কা দিয়ে কালুকে ফেলে দেওয়া হয়। এতে সেই স্থানেই গুরুতর আহত হয়ে পরে।
তাৎক্ষণিক ভাবে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে কালু সরদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টানা ১৪ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার (১৫ মার্চ) ভোরে কালু মৃত্যুবরন করেন।
কালুর শ্যালক মো. সাইদুল জানান, বাস ভাড়া নিয়ে তাদের সঙ্গে সুপারভাইজার ও চালকের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। তর্কাতর্কির একপর্যায়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী এলাকায় ভগ্নিপতি কালু সরদারকে হেলপার ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই কামরুজ্জামান জানান, এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post