ওমান প্রবেশের নতুন নির্দেশনা জারি করলো দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ
আগামী ৯-নভেম্বর থেকে ওমান প্রবেশের নতুন নির্দেশনা জারি করেছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। নতুন এই আইন অনুযায়ী আগামী ৯ ই নভেম্বর থেকে ওমানে আগত সকল যাত্রীদের ওমানের নির্ধারিত সময়ের ৯৬ ঘন্টা বা ৪ দিন আগে করোনার পিসিআর পরীক্ষার রিপোর্ট উপস্থাপন করতে হবে। সেইসাথে নিম্নে উল্লেখিত নিয়মাবলী ওমানের সকল বিমান সংস্থাকে মেনে চলার নির্দেশ দিয়েছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
১. ওমানে আগত সকল যাত্রীদের ওমানে পৌঁছানোর ৯৯ ঘন্টা বা ৪ দিন আগে করোনার পিসিআর পরীক্ষার রিপোর্ট উপস্থাপন করতে হবে। পরীক্ষাটি একটি বৈধ ও প্রত্যয়িত মেডিকেল কর্তৃপক্ষের সাক্ষর থাকতে হবে।
২. করোনা থেকে সুস্থ হয়ে উঠা নাগরিকদের ওমানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে ওমানে আসার আগে তিনি নির্ধারিত কোয়ারেন্টাইণ শেষ করা হয়েছে, এর প্রমাণপত্র জমা দিতে হবে।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
৩. ওমানে পৌঁছানোর পর যাত্রীদের একবার কোভিড টেস্ট করাতে হবে এবং ৭ দিন কোয়ারেন্টাইন শেষ করে অষ্টম দিন পুনরায় কোভিড টেস্ট করাতে হবে। সেইসাথে সবাইকে ওমান প্রবেশের পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে।
৪. পনেরো বছর এবং তার চেয়ে কম বয়সী বাচ্চাদের করোনা টেস্ট এবং ট্র্যাকিং করানোর প্রয়োজন নেই।
৫. ওমানের স্বীকৃত বিদেশি দূতাবাসগুলিতে কর্মরত কূটনীতিকরা এবং ওমান ভ্রমণকারী কূটনীতিকদের করোনা পরীক্ষার প্রয়োজনীয়তা নেই।
৬. পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে জারি করা অন্যান্য নিয়মাবলিও বলবত থাকিবে।
আরো পড়ুনঃ বাংলাদেশে প্রবেশে নতুন নির্দেশনা জারি
এই বিজ্ঞপ্তিটি আগামী ৯ ই নভেম্বর থেকে কার্যকর হবে। সকল এয়ারলাইনস কোম্পানিকে নতুন এই আইন মেনে ফ্লাইট পরিচালনার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সেইসাথে আইন লঙ্ঘনকারী এয়ারলাইন্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি প্রদান করেছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ।
ওমানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ
ওমানের আল ওস্তা, আল কামেল, জালান বানি বু হাসান, মাহুত, দুকুম, আল ওয়াফি ও সুর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
সালালায় গ্রাহক সেবার নতুন আউটলেট চালু
সালালায় গ্রাহক সেবার মান উন্নয়নে নতুন আউটলেট চালু করতে যাচ্ছে দেশটির ধোফার পৌরসভা। আগামী ৮ নভেম্বর রবিবার সকাল থেকে সালালাহ গ্যালারী কমপ্লেক্সে নতুন পৌর সেবাকেন্দ্র চালু করা হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post