হিফজুল কোরআন চর্চায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছেন।
দেশের পতাকা ওড়াচ্ছেন বিশ্বদরবারে। আন্তর্জাতিক অঙ্গনে তারাবি পড়ানোতেও বাংলাদেশি হাফেজদের ব্যাপক সাড়া। বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসে তারাবি নামাজের ইমামতিতে আমন্ত্রণ পাচ্ছেন এসব হাফেজ।
এরমধ্যে রাজধানী কুয়ালামপুরে কোতারায়া বাংলা মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছেন হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। হাফেজ তরিকুলের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়া প্রবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। ২০১৭ সালে দুবাই আন্তর্জাতিক কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেন হাফেজ তরিকুল। এখন তিনি মালয়েশিয়ায় দেশের নাম উজ্জ্বল করছেন।
একইসময়ে মোহাম্মদ ইয়াসিন নামে নারায়ণগঞ্জের অপর এক হাফেজ মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের তাহফিজ আর রোকাইয়া মাদরাসায় ৮ বছর ধরে তারাবি পড়াচ্ছেন। শুধু তাই নয় হাফেজ মোহাম্মদ ইয়াছিন ২০১৭ সালের এপ্রিলে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পান।
ইয়াসিনের মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াতে মুগ্ধ মালয়েশিয়ার জেরাম কাম্পুং বুকিত চিরাকা তাহফিজ আর রোকাইয়া মাদরাসার শিক্ষার্থী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। সুদূর মালয়েশিয়ায় তারাবি পড়ানোর সুযোগ পেয়ে আপ্লুত বাংলাদেশি হাফেজ ইয়াসিনও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post