প্রাক্তন কর্মী জন বার্নেট ইচ্ছাকৃত ভাবে খারাপ যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ এনেছে বিমান সংস্থা বোয়িংয়ের বিরুদ্ধে। সাউথ ক্যারোলিনার চার্লসটনে গতশনিবার (৯ মার্চ) তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, জন বার্নেটের শরীরে গুলির আঘাত রয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে শোরগোল।
তিন দশকেরও বেশি সময় বোয়িংয়ে কাজ করেন বার্নেট পরে ২০১৭ সালে ৬২ বছর বয়সে অবসর নেন। বেশ কয়েকটি অভিযোগ আনেন ২০১৯ সালে বোয়িং সংস্থাটির বিরুদ্ধে।
জন বার্নেট দাবি করেন, বোয়িং দ্রুত বিমান সরবরাহ করতে গিয়ে ইচ্ছাকৃত ভাবে খারাপ যন্ত্রাংশ ব্যবহার করে। এমন অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। বার্নেট মৃত্যুর মাত্র কয়েক দিন আগে নিজে অভিযোগের সাপেক্ষে অনেক তথ্য দিয়েছিলেন। যদিও সমস্ত অভিযোগ বোয়িং অস্বীকার করেছে।
জন বার্নেট বলেছিলেন, ৭৮৭ ড্রিমলাইনারের কারখানায় কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন ২০১০ সালে নর্থ চার্লসটনে। ঐ সময়েই নির্মান কর্মীরা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ অন্যান্য যন্ত্রাংশের সঙ্গে মিশিয়ে ফেলেন। তারপর আর সমাধান হয়নি। জেনেশুনেই সেই সমস্ত যন্ত্রাংশ বোয়িং বিমানগুলোতে ব্যবহার করা হয়।
বার্নেটের আরও বলেছিলেন, আপৎকালীন অবস্থায় অক্সিজেন ব্যবস্থা বিঘ্নিত হতে পারত বোয়িং বিমানগুলোতে। যাত্রীদের কেবিনে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারেনি। বিমান পরীক্ষার সময়েও এই সমস্যা ধরা পড়ে। এই কথা পদস্থ অফিসারদের জানিয়েও কোনও লাভ হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post