যৌথভাবে মহড়া শুরু করেছে রাশিয়া, চীন এবং ওমান। ওমান উপসাগর এবং আরব সাগরে এই মহড়া চলবে। সাম্প্রতিক বছরগুলোতে এটি পঞ্চমবারের মতো তাদের সামরিক মহড়া।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মহড়ায় যুদ্ধজাহাজ ছাড়াও আকাশযান যুক্ত হতে পারে। পাঁচ দিন (১৬মার্চ) পর্যন্ত এ মহড়া চলবে বলে জানা গেছে। গাজায় যুদ্ধকে কেন্দ্র করে লোহিত সাগরের হুথি বিদ্রোহীদের আক্রমণে এই মহড়া নতুন উত্তেজনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।
তিন দেশের যৌথ এ মহড়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য রক্ষা এবং জলদস্যুতা ও সমুদ্রে সন্ত্রাসবাদ প্রতিহত করা এই মহড়ার অন্যতম লক্ষ্য। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলো সমুদ্রে উদ্ধার তৎপরতা ও কৌশলগত অভিযান পরিচালনার অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করবে। যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে টার্গেট করে তিন দেশের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে।
এদিকে ইরানের প্রেস টিভি জানিয়েছে, মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের নৌ ও এয়ারবোর্ন ইউনিট অংশ নিচ্ছে। এছাড়া আজারবাইজান, কাজাখস্তান, ওমান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার নৌপ্রতিনিধি দল পর্যবেক্ষক হিসাবে অংশ নেবে। মূলত মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাসহ মৌলিক বিষয়গুলোর উন্নতির প্রত্যাশায় এই মহড়া পরিচালিত হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় দেশগুলোর সদিচ্ছা প্রদর্শনের বিষয়টিও মহড়ার অন্যতম লক্ষ্য।
অন্যদিকে রাশিয়ায় আটক হয়েছে দক্ষিণ কোরিয়ার নাগরিক। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। বায়েক ওন-সুন নামে ওই ব্যক্তিকে চলতি বছরের শুরুতে রাশিয়ার ভলাদিভোস্টক শহর থেকে আটক করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post