সংযুক্ত আরব আমিরাতকে সুগন্ধি বাংলামতি চাল, মৌসুমি ফল ও টাটকা শাকসবজি উপহার দিয়েছে বাংলাদেশ সরকার। গত বৃহস্পতিবার একটি কার্গো বিমানের একটি ফ্লাইটে এসব খাদ্যসামগ্রী পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. তহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আরব আমিরাতকে পাঠানো উপহারের মধ্যে রয়েছে- বাংলামতি চাল, তরমুজ, আনারস, ঢেঁড়স, আলু, লাউ, শসা ইত্যাদি।
বাংলামতি চাল সরবরাহ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট আর অন্যান্য ফলমূল ও সবজি বন্দোবস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গ এক বৈঠকে বাংলাদেশের উল্লেখযোগ্য উদ্বৃত্ত খাদ্য উৎপাদন নিয়ে কৃষি খাতের অগ্রগতির কথা জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব উপহার আরব আমিরাতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক, আবুধাবির ক্রাউন প্রিন্স, পররাষ্ট্রমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রী এবং সংযুক্ত আরবের খাদ্য সুরক্ষা প্রতিমন্ত্রীকে দেয়া হয়েছে। বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন হিসেবে এসব উপহার দেয়া হয়েছে।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের উদ্বৃত্ত কৃষি পণ্য বিশেষত মৌসুমি ফল, তাজা শাকসবজি ও মাংসের জন্য বিদেশের বাজার ঘুরে দেখার চেষ্টা করছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ প্রায় ৪০ টন তাজা শাকসবজি এবং মাংস সংগ্রহ করেছে; যা একই কার্গো ফ্লাইটে বহন করেছে।
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post