পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। যার একদিকে রয়েছে এশিয়া আর অন্য দিকে আমেরিকা। মাঝে পথ সবটায় অথৈ জলরাশি। যদিও এখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জাহাজে চলাচল করে পৌছাতে হত। কিন্তু এখন প্রযুক্তি অনেক উন্নত হওয়ায় সকলে বিমানে করে সফর করেন।
প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে কোনও বিমানকে উড়ে যেতে দেখা যায়না। এর পিছনে ২টি কারণ রয়েছে।
বিমানের জ্বালানি
বিমানের জ্বালানির দাম অনেক বেশি। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিমানে করে এক স্থলভাগ থেকে অন্য একদিকের স্থলভাগে পৌঁছতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টার যাত্রা করতে হয়।
প্রচুর জ্বালানির প্রয়োজন এই দীর্ঘ পথ অতিক্রম করতে। যা বিমান সংস্থাগুলোর খরচ বাড়িয়ে দেয়। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যেতে যে বিপুল পরিমাণ জ্বালানির খরচ হবে তা বাঁচাতে ঘুরপথে যাত্রী নিয়ে যায় বিমান সংস্থাগুলো। তাই প্রশান্ত মহাসাগর এড়িয়ে যাতায়াত করে বিমানগুলো।
স্থলভাগের অভাব
প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিমান না যাওয়ার আরও একটি কারণ হল স্থলভাগের অভাব। প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির বহু দূর পর্যন্ত কোনও স্থলভাগ দেখা যায়না। তাই বিমানের পাইলটেরা এমন রুট দিয়ে যাত্রা করতে চান যেখানে জলের ওপর দিয়ে যেতে হলেও কিছুক্ষণ পর পর স্থলভাগের দেখা পাওয়া যাবে এবং বিমানবন্দর পাওয়া যাবে।
যাতে কোনও ধরণের জরুরি পরিস্থিতিতে দ্রুত বিমানকে নিচে নামানো যায়। প্রশান্ত মহাসাগরের ওপর জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য কোন স্থলভাগ নেই। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কিছু বিমান আমেরিকা থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যাতায়াত করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post