প্রবাসীদের জন্য নতুন অনলাইন সেবা চালু করলো ওমান, তিনদিনেই মিলবে শ্রমিকের অনুমতি
ওমানের প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় এবং শ্রমিকদের দৌরগোড়ায় সরকারের সেবা পৌছে দিতে চালু হলো প্রবাসীদের জন অনলাইন পরিসেবা। এখন থেকে দেশটিতে বসবাসরত প্রবাসীরা অনলাইনের মাধ্যমেই রেসিডেন্স কার্ড সেবা থেকে শুরুকরে বেশকিছু পরিষেবা গ্রহণ করতে পারবে।
আরো পড়ুনঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার ওমান
পূর্বে শ্রমিকদের যেকাজে কয়েক সপ্তাহ সময় লাগতো, এখন সেই কাজ মাত্র ৩ দিনের করতে পারবে। ই-গভর্নমেন্ট সেবা চালুর কারণে দেশটিতে এখন এতো অল্প সময়ে এবং সহজেই সরকারের সেবা পাবেন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। নতুন এই সিদ্ধান্ত দেশটিতে ব্যবসা-বাণিজ্য আরো সহজ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। ইতিমধ্যেই ই-গভর্নেন্সের অধীনে ছাব্বিশটি সংস্থা যুক্ত হয়েছে।
দেশটিতে টেকসই অর্থনীতির বিকাশ, ব্যবসা ক্ষেত্রে বৈচিত্র্য, জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিচালনাযোগ্য ঋণ ব্যবস্থাকে টিকিয়ে রাখার লক্ষ্যে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্ধ ফিন্যান্সিয়াল পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল নেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় সকল সেবা একই প্লাটফর্ম থেকে নিতে পারবে।
আরও পড়ুনঃ ক্ষতিগ্রস্ত প্রবাসীরা পাবেন ২০০ কোটি টাকার ঋণ
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, “বেশ কয়েকটি পৌরসভা ইনভেস্ট ইজি সিস্টেম ব্যবহার করার ফলে প্রবাসীদের প্রয়োজনে খুব দ্রুত সেবা দিতে পারছে। যেটি আগে কয়েক সপ্তাহ লেগে যেতো সেটি বর্তমানে কয়েক দিনেই করা সম্ভব হচ্ছে। প্রবাসী কর্মীদের শ্রম পারমিট পাওয়ার সময়কাল কয়েক সপ্তাহ থেকে কমিয়ে তিন দিন করার বিষয়েও নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, চলমান করোনা মহামারিতে জনসাধারণ যাতে করে অফিসে না যেয়েও প্রয়োজনীয় সেবা নিতে পারে, সেই লক্ষে ই-গভর্নমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। ই-গভর্নমেন্ট সেট আপের একটি বড় অংশ হলো ওমানের ইনভেস্ট ইজি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে প্রবাসীরা তাদের পেশা পরিবর্তন, চুক্তির মেয়াদ নবায়ন, ওয়ার্ক পারমিট নবায়ন সহ বেশকিছু সেবা গ্রহণ করতে পারবে। অনলাইন সেবার লিংকঃ https://www.business.gov.om/wps/portal/ecr
চলতি সপ্তাহে ওমানে নিম্নচাপের পূর্বাভাস
আরব উপদ্বীপের উত্তর অংশে নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে ওমানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আজ এক বিবৃতিতে ওমানের মেট অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ওমানের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওমানের পূর্ব দক্ষিণ উপকূলে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এইসব উপকূল অঞ্চলগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আশ শারকিয়াহ, রুস্তাক ও আল ওস্তা। তবে নিম্নচাপটি যেকোনো সময় দিক পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
আগামী ৬ ও ৭ তারিখ ওমানের দক্ষিণ আশ শার্কিয়াহ ও আল ওস্তা অঞ্চলের কিছু অংশ এবং আল দাহিরার কিছু অংশে ভোরের কুয়াশাচ্ছন্নতার সম্ভাবনা রয়েছে। ওমানের উপকূলীয় অঞ্চলগুলিতে উত্তর-পূর্ব থেকে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের পর ওমানে শীতকাল শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা।
আরো দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post