ওমানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আল বারাকা হাইপার মার্কেট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয়রা।
বলা হচ্ছে, দেশটিতে এটিই মাসিরা দ্বীপের সবচেয়ে বড় হাইপার মার্কেট। ওমানে চাকরির পাশাপাশি ব্যবসা খাতেও ব্যাপক সফলতা পাচ্ছেন বাংলাদেশিরা। দেশটিতে একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশি আল বারাকা গ্রুপ এবার নবমতম ব্রাঞ্চ আল বারাকা হাইপার মার্কেট চালু করল।
এদিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় হাইপার মার্কেটটির। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাসিরার গভর্নর শেখ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন আব্দুলওয়ালি।
তিনি বলেন, বাংলাদেশিরা অনেক পরিশ্রমী, কর্মঠ। তারা ওমানের প্রতিটি সেক্টরে সমানতালে অবদান রেখে চলছে। এসব প্রবাসীর সাফল্য ঈর্ষণীয়। পরে বাংলাদেশিদের ভবিষ্যতের জন্য দোয়াও করেন তিনি।
উদ্বোধনী আয়োজনে অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীরা অংশ নেন। সবশেষ প্রতিষ্ঠানের সফলতায় প্রবাসীদের সহায়তা কামনা করেন কর্ণধার আবু ইউছুপ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post