প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নিজেদের কাছে রাখার নির্দেশ দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে কূটনৈতিক এক বিশেষ চিঠির মাধ্যমে এই বিষয়ে তথ্য জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মঙ্গলবার (৫ মার্চ) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রিয়াদ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, প্রবাসী কর্মীদের পাসপোর্ট কোন ভাবেই তার নিয়োগদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে রাখতে পারবে না। এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট নিজের কাছে রাখতে হবে। যদি কোনো নিয়োগদাতা বা প্রতিষ্ঠান প্রবাসী কর্মীদের পাসপোর্ট দিতে না চায়, তাহলে ওই প্রবাসীরা তাদের সংশ্লিষ্ট এলাকার শ্রম অফিসে অভিযোগ করতে বলা হয়েছে।
এছাড়া প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত কোন ধরণের সমস্যা হলে, প্রবাসীরা চাইলে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে পারবেন।
সৌদির অনেক নিয়োগদাতা বা প্রতিষ্ঠান প্রবাসীদের পাসপোর্ট তাদের কাছে রেখে দিত। কিন্তু নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে আর প্রবাসীদের পাসপোর্ট নিয়োগদাতারা রাখতে পারবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post