প্রবাসীদের মঙ্গলের কথা চিন্তা করেই ‘দলিল যার, জমি তার’ আইনটি করা হয়েছে। চাইলেই অন্যের জমি দখল করে নিজের নামে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন, সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশির আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের ব্র্যান্ডিং দেশের বাইরে প্রবাসীরাই। তিনি দাবি করেন সবার সামনে বাংলাদেশের উন্নত চিত্র ফুঁটে উঠেছে। গুগলে আগে বাংলাদেশ লিখে সার্চ করলে কোনো এক নারী বাচ্চা কোলে ইট ভাঙছে কিংবা গরীব কৃষক লাঙল আর গরু দিয়ে হাল চাষ করাছে এমন ছবি আসতো। এসব দেখে সকল মানুষ ভাবতো আসলেই বাংলাদেশ বুঝি তলাবিহীন ঝুড়ি। কিন্তু বদলে গেছে এসব।
এ কে আব্দুল মোমেন জানান, প্রতিটি মিশনে দেশের বাইরে বঙ্গবন্ধু কর্নার রয়েছে। মানুষ বাংলাদেশ নিয়ে জানতে পারছে এই বঙ্গবন্ধু কর্নার থেকে। এই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে। বাংলাদেশকে গণতন্ত্রের সবক শেখাতে আসে অনেকে এটা জানে না বলে।
এই দেশ বদলে যাওয়ার পেছনে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেয় দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে। সিলেটের মতো এলাকাগুলোর চেহারা বদলে গেছে। এই সবকিছু সম্ভব হয়েছে প্রবাসীদের অর্থের কল্যাণে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post