করোনাভাইরাসে সংক্রামণ রোধে সাড়া বিশ্বের মতো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত নানা পদক্ষেপ নিয়েছে। তবে সরকার কুয়েতে অবস্থানরত প্রবাসীদের নিয়ে রয়েছে বিপাকে। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানো হবেনা। আগের ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমার সময়সীমা ০১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েতে ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীদের মধ্যে এবার ২০২০ এর সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন ২৫ হাজার অবৈধ অভিবাসীরা। তবে এখন পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ নেয়া থেকে বিরত রয়েছেন।
উল্লেখ্য, কুয়েতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশীদের মধ্যে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন ৮ হাজার বাংলাদেশি। এবার ২০২০ সালের সাধারণ ক্ষমায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশিরা সাধারণ ক্ষমার আবেদন করেছেন। এদের মধ্যে প্রায় ২৫০ জন বাংলাদেশি কুয়েত সরকারের সার্বিক সহযোগিতায় নিজ দেশে ফিরেছেন।
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post