ওমানে ভ্রমণকারী ৭৫ শতাংশের বেশি মানুষ দেশটিতে প্রবেশের সাত দিন পর করোনার লক্ষণ প্রকাশ পাচ্ছে। ওমানে প্রবেশের আগে বিমানবন্দরে করোনা স্ক্রিনিং টেস্টেও এই লক্ষণ ধরা পরছে না। সম্প্রতি দেশটির স্বাস্থ্য-মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ-নজরদারি ও নিয়ন্ত্রণের মহাপরিচালক সাইফ আল আব্রি বলেন, গত ২১ শে অক্টোবর থেকে ২৭ অক্টোবরের মধ্যে দেশটিতে ১৪ হাজার ৩০২ জন যাত্রী ওমানে প্রবেশ করেছে। যাদের সকলেরই এয়ারপোর্টে করোনা টেস্ট করা হয়েছে।
এদের মধ্যে ৮১০ জনের করোনা উপসর্গ পাওয়া গেছে। তিনি আরো বলেন, আমরা সাম্প্রতিক সময়ে ওমানে আগত ভ্রমণকারীদের ডেটা মূল্যায়ন করেছি। যেখানে দেখা যাচ্ছে যে এদের মধ্যে ৭৫ শতাংশেরও বেশি লোক তাদের ওমানে প্রবেশের ৭ দিন পর করোনা উপসর্গ দেখা দিচ্ছে। তিনি আরো বলেন, এখন ওমানে আসার ৫ দিন আগে যাত্রীর কাছ থেকে একটি পিসিআর পরীক্ষার জন্য অনুরোধ করা হবে। এটি দেশটিতে করোনার সংক্রমণের হার কমাতে সাহায্য করবে যাত্রীদের প্রতিবেদনের যথার্থতা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে করোনা পজিটিভের সংখ্যা কমে আসতে পারে।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
এছাড়াও, ভ্রমণকারীদের ওমান প্রবেশের পর ১৪ দিনের পরিবর্তে এখন ৭দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং ৭দিনের কোয়ারান্টাইন শেষ করে পুনরায় করোনা পরীক্ষা করাতে হবে। এতে রিপোর্ট নেগেটিভ আসলে কোয়ারেন্টাইন থেকে বের হতে পারবেন অন্যথায় পুনরায় কোয়ারান্টাইনে থাকতে হবে। অর্থাৎ এখন ওমানের একজন যাত্রিকে মোট ৩ বার করোনা টেস্ট করাতে হবে। প্রথমে তার নিজ দেশ থেকে, এরপর ওমান এয়ারপোর্টে এবং ৭দিনের কোয়ারেন্টাইন শেষে পুনরায় করোনা টেস্ট করাতে হবে।
ওমানে তিন বাংলাদেশী হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post