আগামী বছর থেকে ওমানে কোনো প্লাস্টিকের শপিং ব্যাগের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির পরিবেশ অধিদপ্তর। আগামী বছরের ২০শে জানুয়ারি থেকে দেশটিতে প্লাস্টিক শপিং ব্যাগের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে পরিবেশ কর্তৃপক্ষ। সকলকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ওমানের পরিবেশ অধিদপ্তর।
চলতি মাসে জ্বালানি তেলের দাম ঘোষণা করলো ওমান
নভেম্বর মাসে ওমানের জ্বালানী তেলের দাম ঘোষণা করেছে দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়। রবিবার দেশটির জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা চলতি মাসের জ্বালানী তেলের নতুন মূল্য ঘোষণা দেন। নতুন ঘোষণা অনুযায়ী চলতি মাসে এম ৯৫ প্রতি লিটার -১৯৪ পয়সা, এম ৯১ প্রতি লিটার- ১৮৩ পয়সা এবং ডিজেল প্রতি লিটার- ২০৯ পয়সা।
দীর্ঘদিন বন্ধের পর অবশেষে শুরু হলো ওমানের নতুন শিক্ষাবর্ষ
মহামারী করোনা প্রাদুর্ভাবে দীর্ঘদিন বন্ধের পর রবিবার থেকে পুনরায় চালু হলো ওমানের নতুন শিক্ষাবর্ষ। দেশটির সুপ্রিম কমিটির নির্দেশনা অনুসরণ করে শতাধিক স্কুল গতকাল (১-নভেম্বর) নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। দেশটির সরকারী বিদ্যালয়ে পড়াশোনা করা ছয় লাখের বেশি শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. আবদুল্লাহ বিন খামিস এম্বুসাইদী জানিয়েছেন, “পরিসংখ্যান অনুযায়ী ৮২ শতাংশ শিক্ষা ও গবেষণার কাজ সামাজিক দূরত্ব মেনে অনলাইনের মাধ্যমেই পরিচালিত হবে। মিশ্রিত শিক্ষার মাধ্যমে ১০ শতাংশ এবং শারীরিক উপস্থিতির মাধ্যমে সাত শতাংশ শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। আমরা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে এই অবস্থা পরিবর্তন করা হবে।” তিনি আরো বলেন, “আমরা স্কুলগুলিকে একযোগে শিক্ষা কার্যক্রম শুরু করবো। যার জন্য শিক্ষার্থীর সাথে সাথে অভিভাবকদেরও উপস্থিত থাকতে হবে।”
তথ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাঃ নাসের আল অ্যাব্রি বলেন, “ওমানটেল এবং ওরেডোর মাধ্যমে ডিভাইস সরবরাহ করতে এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট প্যাকেজ সরবরাহ করার চেষ্টা করছে মন্ত্রণালয়। তিনি আরো বলেন, “ওমানের প্রায় সকল স্কুল জুড়ে কম্পিউটার রয়েছে এবং আমরা স্কুলগুলিকে তাদের অভ্যন্তরীণ অধ্যয়নের পরিকল্পনার সাথে সামঞ্জস্য হয় এমন যন্ত্রপাতি সরবরাহ করছি। শিক্ষকরা তাদের ব্যক্তিগত ডিভাইসগুলি স্কুলে সুবিধামূলক ভাবে ব্যবহার করতে পারেন।”
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
১১ ও ১২ তম ক্লাসের শিক্ষার্থীদের ল্যাপটপ থাকার দরকার নেই। এই দুই শ্রেণীর শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের মাধ্যমেই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আলী আল জাওয়াহারি। তিনি বলেন, “পাঁচ থেকে দশম গ্রেডের শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির বিষয় পড়ানো হবে। ছোট পরিবারগুলিতে স্কুল পড়ুয়ারা একই ডিভাইস ভাগ করে ব্যবহার করতে পারে। এক থেকে চার গ্রেডের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির তাত্ত্বিক অংশ এবং মোবাইল ফোন কীভাবে ব্যবহার করতে হবে তার পদ্ধতিগুলিতে শিক্ষা গ্রহণ করবে।”
ট্রানজিট ভ্রমণকারীদের জন্য নতুন ফি নির্ধারণ করলো ওমান
আগামী বছর থেকে ওমানের ট্রানজিট ভ্রমণকারীদের জন্য নতুন ফি নির্ধারণ করেছে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ট্রানজিট ভ্রমণকারীদের ৩ ওমানি রিয়াল ফি দিতে হবে। ওমানের সিভিল এভিয়েশন আইনের নির্বাহী বিধিমালার কয়েকটি বিধান সংশোধন করায় নতুন এই সিদ্ধান্ত জারি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
নতুন ফি আগামী বছরের জানুয়ারি থেকে নেওয়া শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেসামরিক বিমান পরিবহণ আইনের নির্বাহী বিধিমালার ৮৭ এর নিবন্ধ অনুসারে দেশটির ট্রানজিট যাত্রীদের ওমানের বিমানবন্দরে আন্তর্জাতিক বিমানের জন্য প্রস্থান ফি বাবদ ৫ ওমানি রিয়াল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ ওমানের রহস্যময় নগরী সাদ্দাতের বেহেস্ত
নতুন ৬ টি স্কুল নির্মাণের নির্দেশনা দিলেন ওমানের সুলতান
ওমানে নতুন ৬ টি স্কুল নির্মাণের জন্য রয়্যাল কোর্টের দিওয়ানকে নির্দেশ দিয়েছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। রবিবার (পহেলা নভেম্বর) ওমান টিভির অনলাইনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রায় ৮.৮৫ মিলিয়ন ব্যয়ে নতুন ৬টি স্কুল নির্মাণের জন্য রয়্যাল কোর্টের দিওয়ানকে নির্দেশ দেন সুলতান। ওমানের শিক্ষাব্যবস্থার চাহিদা ও তাঁর সর্বোচ্চ গ্রহণযোগ্যতা প্রদানে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপটি ওমানের বর্তমান এবং ভবিষ্যতে শিক্ষার সহায়ক ও উদ্দীপক হিসেবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে ওমান।
ওমানে তিন বাংলাদেশী হুন্ডি ব্যবসায়ী গ্রেফতার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post