বিশ্ববাজারে বাংলাদেশের বৈচিত্রময় পর্যটন খাতকে তুলে ধরতে প্রথমবারের মতো কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পর্যটন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য ও সভ্যতা তুলে ধরার চেষ্টা করেছেন বলে জানান রাষ্ট্রদূত অব. মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
কুয়েতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার কুয়েতের আল শহীদ পার্কের অডিটরিয়ামে পর্যটন মেলার আয়োজন করে দূতাবাস। দেশের হস্তশিল্প, প্রাচীন যুগের ইতিহাস, শিল্প, সাহিত্য, ঐতিহাসিক স্থানগুলো তুলে ধরতে অডিটরিয়াম সাজানো হয় রঙ বেরঙের ফেসটুন ব্যানারে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রদর্শনী শুরু হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকল রাষ্ট্রদূত ও বিশিষ্ট অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুয়েতের পর্যটন খাতের সহকারী আন্ডার সেক্রেটারি ওসামা এইচ আল মিখাইল উপস্থিত ছিলেন।
এছাড়া কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post