উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমানো প্রবাসীরা বিভিন্ন সময় দুর্ঘটনায় প্রাণ হারান। যদিও অধিকাংশ মৃত্যুতে ক্ষতিপূরণ বঞ্চিত হয় নিহতের পরিবার। তবে গত ১ বছর ৯ মাসে মৃত্যুজনিত ঘটনায় নিয়মিত ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার টাকা আদায় করে ৪৬টি পরিবারকে দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান বলেন, বাংলাদেশের কোনো নাগরিক মালয়েশিয়ায় মারা গেলে হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে কাজ করে। কর্মীর বকেয়া, দুর্ঘটনা, মৃত্যু ও ইন্স্যুরেন্সসহ ক্ষতিপূরণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়। ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত হওয়ার পরই কেবল মরদেহ দেশে পাঠানোর অনুমতি দেওয়া হয়।
তিনি বলেন, মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন থেকে নিয়মিত ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি গত ১ বছর ৯ মাসে মৃত্যুজনিত ঘটনায় অতিরিক্ত ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার টাকা আদায় করে ৪৬টি পরিবারকে দিয়েছে দূতাবাস।
এদিকে ৪৬টি পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাওয়ায় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন তাদের প্রতিবেশীরাও। তারা বলছেন, মালয়েশিয়ার মতো বিদেশের প্রত্যেক দূতাবাসের উচিত এমন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আর এখনকার মত ভবিষ্যতেও প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে হাইকমিশন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post