সৌদি আরবের জেদ্দায় থ্রিডি প্রিন্ট প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিশ্বের প্রথম মসজিদ উদ্বোধন হলো। সম্প্রতি জেদ্দার আল-জাওহারা উপশহরে অবস্থিত মসজিদটি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়।
আবাসিক ভবন থেকে শুরু করে ব্যবসা, প্রতিষ্ঠান, গাড়ি, সেতু এমনকি পিস্তলও তৈরি করা হচ্ছে এই থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে। এবার সৌদি আরব নতুন এই প্রযুক্তির চমক দেখালো, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও থ্রিডি প্রিন্ট প্রযুক্তির একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে।
দুবাই সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) তত্ত্বাবধানে আমিরাতের পুরনো শহর বুর দুবাইয়ে মসজিদটি নির্মাণ হচ্ছে।
জেদ্দার থ্রিডি প্রিন্ট প্রযুক্তির মসজিদটির নামকরণ করা হয়েছে প্রয়াত আবদুল আজিজ আবদুল্লাহ শারবাতলির নামে। সৌদি খ্যাতনামা নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী ওয়াজনাত আবদুল ওয়াহেদ স্বামীর সম্মানে মসজিদটি তৈরি করেছেন।
নেতৃস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি ফুরসান রিয়েল এস্টেট, আব্দুল ওয়াহেদের উদ্যোগে ৫ হাজার ৬০০ বর্গমিটার আয়তনের মসজিদটি তৈরি করা হয়েছে। আর এটি নির্মাণ করেছে গুয়ানলি নামে একটি বিখ্যাত চীনা কোম্পানি।
আরব নিউজকে এক সাক্ষাৎকারে ওয়াজনাত আব্দুল ওয়াহেদ মসজিদের অভ্যন্তরীণ ও বাইরের নান্দনিক সৌন্দর্য ব্যাখ্যা করে বলেন, “উদার আতিথেয়তা নীতির মাধ্যমে মুসল্লিদের মধ্যে প্রশান্তিবোধ তৈরির ধারণার ওপর ভিত্তি করে মসজিদের নকশা করা হয়েছে”। বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদের সফল সমাপ্তির মধ্যদিয়ে সৌদি সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন অংশীদারদের সহযোগিতামূলক প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও একই প্রযুক্তি তথা থ্রিডি প্রিন্ট প্রযুক্তি ব্যবহার করে একটি মসজিদ নির্মাণ কাজ চলমান রয়েছে। দুবাই সরকারের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) তত্ত্বাবধানে আমিরাতের পুরনো শহর বুর দুবাইয়ে মসজিদটি তৈরি করা হচ্ছে।
২০২১ সালের আগস্টে দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আরব আমিরাতকে ‘থ্রিডি প্রিন্টিং স্ট্র্যাটেজি’ঘোষণা করে। ২০৩০ সালের মধ্যে আমিরাতের এক-চতুর্থাংশ ভবন নির্মাণে এই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেই বিশেষ এই আইনটি করা হয়। ইতিমধ্যে বৃহত্তম থ্রিডি প্রিন্টেড অবকাঠামোর জন্য বিশ্বরেকর্ড করেছে দুবাই।
সম্প্রতি আইএসিএডি জানায়, সাধারণ নিয়মে মসজিদ নির্মাণের চেয়ে এই প্রযুক্তি ব্যবহার করে মসজিদ নির্মাণে ৩০ গুণ বেশি খরচ হবে। তবে থ্রিডি প্রিন্টিং পদ্ধতিতে নির্মাণসামগ্রীর বর্জ্য কমবে। দুই হাজার বর্গমিটার আয়তনের এই মসজিদে একসঙ্গে ৬০০ জন নামাজ পড়তে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post