বসতঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় ললিতা বালা দাস (৮০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) ভোরের দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত বৃদ্ধা নারী ললিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে ওমান প্রবাসী। প্রবাসী দুইছেলে পরিবার নিয়ে ওমান থাকে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোরর দিকে তার বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে অঙ্গার হয় ললিতা দাস।
হাতিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুড়ে অঙ্গার হওয়া বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ওসি জিসান আহমেদ জানান , ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এই ঘটনায় অপমৃত্যুর একটি মামলা নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post