মাটি খুঁড়ে ১৫টি কোরআন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আবাসন প্রকল্পের কাজ করার সময় পাওয়া যায়।
গ্রামের স্থানীয়রা বলেন, নতুন ঘর নির্মাণের কাজ চলছিল। পুরাতন ঘরগুলো ভেঙে নতুন ঘর নির্মাণের জন্য মাটি সরানো হচ্ছিল। মাটি সরানোর সময় কাপড়ে মোড়ানো কয়েকটি ব্যাগ পাওয়া যায়।
কৌতুহলবশত এসব ব্যাগগুলোখুলে দেখা যায় ১৫টি কোরআন। পরে গ্রামের মসজিদের ইমামকে ডাকা হয়। পরে তিনি এসে কোরআনগুলো মসজিদে রেখে দিতে বলেন।
মসজিদের ইমাম বলেন, মাটি থেকে পাওয়া পবিত্র কোরআনগুলো অনেক পুরাতন। তবে অবাক করা বিষয় আল্লাহ্র রহমতে ১৫টি কোরআনের মধ্যে ১৪টি এখন ও ভালো আছে।
ঘটনার সত্যতা নিশ্চিতে উপজেলার ইউএনও শেখ মেহেদী ইসলাম বলেন, ঐ এলাকায় ১৫টি কোরআন উদ্ধারের খবর শুনে ঐখানে যান তিনি। কোরআনগুলো স্থানীয় মসজিদেসহ আশপাশের মসজিদে পড়ার জন্য বলা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post