ওমানের অর্থনীতিকে এগিয়ে নিতে টাস্কফোর্স গঠন করলেন দেশটির অর্থমন্ত্রী
ওমানের অর্থনীতিকে এগিয়ে নিতে একটি টাস্কফোর্স গঠন করেছেন দেশটির অর্থমন্ত্রী ড. সৈয়দ বিন মোহাম্মদ আল সাকরি। দেশের জাতীয় নীতি ও কর্মসূচী প্রণয়নের জন্য একটি কার্যনির্বাহী দল গঠনের কথা উল্লেখ করে নতুন এক কমিটি করেন তিনি। এই নতুন কমিটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও আরো উন্নত করার ক্ষেত্রে কাজ করবে।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব ডাঃ নাসের বিন রশিদ আল মাওয়ালির তত্ত্বাবধানে এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়, ওমানের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয়, ওমান চেম্বার অব কমার্স এর প্রতিনিধিরা, ‘তাওয়াজুন’ প্রোগ্রাম, স্টেট কাউন্সিল, মজলিসে শুরা এবং অর্থ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ ও শিক্ষাবিদের নিয়ে গঠন করা হবে। নতুন এই কমিটি করোনা মহামারীতে দেশটির জাতীয় অর্থনীতি ও ম্যাক্রো-অর্থনীতির সক্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত দেখুন বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post