চীন করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও পর্যটন খাতকে পুনরায় চাঙা করার জন্য বিদেশি পর্যটক টানার চেষ্টা করছে। এবার ইউরোপের ছয় দেশের নাগরিকদের জন্য ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা চালু করছে চীন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বৃহস্পতিবার (৭ মার্চ) বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের ফাঁকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১৪ মার্চ থেকে ইউরোপের ছয় দেশের জন্য চালু করা এই প্রবেশ সুবিধা কার্যকর হবে।
এদিকে, চীন মার্চ থেকে ইউরোপের ছয় দেশ সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম ও লুক্সেমবার্গের নাগরিকদের ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা চালু করার প্রস্তাব দেবে বলে জানান।
এদিকে, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের পাসপোর্টধারীদের জন্য ভিসা-ফ্রি প্রবেশের সুবিধা গত জানুয়ারিতে ঘোষণা করেছিল চীন। তখন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উভয় দেশ সফর করেন। চীনের ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা দেশগুলোর তালিকায় ইউরোপের ছয় দেশকে সবশেষ যুক্ত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আশা করি আরও অনেক দেশ চীনা নাগরিকদের জন্যও ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা চালু করবে। পাশাপাশি পুনরায় আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট দ্রুত চালু ও আন্তঃসীমান্ত ভ্রমণের জন্য দ্রুত ট্র্যাক নেটওয়ার্ক তৈরি করতে আমাদের সঙ্গে কাজ করবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post