আগামী বছর থেকে ওমান প্রবাসীদের ভিসা নবায়ন ফি ৫ শতাংশ বাড়বে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। বর্তমানে যেখানে ৩০১ রিয়াল খরচ হয় ভিসা নবায়নে, আগামী বছর থেকে অতিরিক্ত ১৫ রিয়াল যোগ হয়ে মোট ৩১৬ রিয়াল খরচ পরবে প্রবাসীদের ভিসা নবায়ন করতে। প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের মাধ্যমে অর্জিত অতিরিক্ত অর্থের পাঁচ শতাংশ দেশটির চাকরির সুরক্ষা ব্যবস্থা (জেএসএস) অর্থায়নের অন্তর্ভুক্ত করা হবে। ওমান শ্রম মন্ত্রীর বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে দেশটির একাধিক জাতীয় গণমাধ্যম।
আগামী নভেম্বর মাস থেকেই দেশটির শ্রমিকদের নিরাপত্তায় চালু হচ্ছে জেএসএস সুবিধা। এই সুবিধা চালু হলে, ওমানের কোনো শ্রমিক চাকরি থেকে বরখাস্ত হলে আর্থিক সুবিধা সহ নতুন কাজেরও সন্ধান পাবেন। কোম্পানি থেকে বরখাস্ত হওয়া কর্মীদের বরখাস্তের দিন থেকে ৯০ দিনের মধ্যে জেএসএস সুবিধার জন্য আবেদন করতে হবে। কর্মচারীরা যদি স্বতন্ত্রভাবে বা সম্মিলিতভাবে বরখাস্ত হন তাহলেও তাদের ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে বলে জানিয়েছে দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি)। তবে এই সুবিধা শুধুমাত্র ওমানি নাগরিকদের জন্য নাকি সকল প্রবাসী শ্রমিকদের জন্য, তা স্পষ্ট করেনি এখনো ওমানের শ্রম মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ রহস্যময় ওমানের সুলতান
শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচ শতাংশ অতিরিক্ত ফি প্রবাসীদের জন্য জারি করা হয়েছে, এরসাথে কর্মসংস্থান ভিসা ফি যোগ করা হবে। এটি পরিবারে কর্মরত কর্মচারীদের যেমন চালক বা গৃহকর্মী, খামারে কাজ করা ব্যক্তিকে দেওয়া বিশেষ অনুমতি বা বেসরকারি অনুমতিপত্র অন্তর্ভুক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, যদি এখন পারমিটের ব্যয় ৩০০ ওমানি রিয়াল হয় তাহলে আগামী বছর থেকে তা ৩১৫ ওমানি রিয়াল হবে।”
আরো পড়ুনঃ ইতালি যেতে আবেদন করবেন যেভাবে
এ ছাড়াও দেশটির জব সিকিউরিটি বিধিমালা অনুসারে বলা হয়েছে, কোনো নিয়োগকর্তা যদি চান তার প্রবাসী শ্রমিককে কাজ থেকে বরখাস্ত করতে, তাহলে অবশ্যই বরখাস্তের তারিখ থেকে কমপক্ষে তিন মাস আগে শ্রম মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। জেএসএসের লক্ষ্য ওমানী নাগরিকদের নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণে তাদের কাজ থেকে সাময়িক আর্থিক সুবিধা প্রদান করা। সরকারী যোগাযোগ কেন্দ্র (জিসি) জানিয়েছে, “এই ব্যবস্থার ফলে কাজের নতুন সুযোগ আরো তৈরি হবে।
ওমানের সকল সংবাদ দেখুন বুলেটিনেঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post