মধ্যপ্রাচের দেশ সংযুক্ত আরব আমিরাত ভারত রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় রোজার আগে পেঁয়াজের দাম ২০ শতাংশ কমবে।
ভারতে টানা তিন মাস নিষেধাজ্ঞা থাকার পর, এ সপ্তাহের শুরুতে বাংলাদেশ ও আরব আমিরাতে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় দেশটি।
এদিকে, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বাড়ায় ২০২৩ সালের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ওই সময় ঘোষণা দেওয়া হয় ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। এর আগে অক্টোবরে প্রথম নিষেধাজ্ঞা দেয় আরব আমিরাত, পরে তা আরও তিন মাস বাড়ানো হয়।
পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর আরব আমিরাতে প্রতি কেজি পেঁয়াজ গড়ে ১ দশমিক ৫ দিরহাম থেকে ২ দিরহাম বৃদ্ধি পায়। ফলে গত সপ্তাহ থেকে এই দাম ১ দিরহামের নিচে নেমে আসে। আরব আমিরাত ভারতের বদলে তুরস্ক, ইরান এবং চীন থেকে পেঁয়াজ আমদানি শুরু করে।
আরব আমিরাতের অর্থ মন্ত্রণালয়ের সহকারি সচিব আব্দুল্লাহ সুলতান আল ফান আল সামসি জানান, “যদি পেঁয়াজ সরবরাহ নিয়ে কোনো সমস্যা হয়, বিশেষ করে ভারত থেকে, এ বিষয়টি মাথায় রেখে আমরা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি।”
গত কয়েক বছর আগে একটি অর্থনৈতিক চুক্তি করে ভারত ও আরব আমিরাত। ওই চুক্তি অনুযায়ী, পেঁয়াজ ছাড়াও অন্যান্য পণ্য রপ্তানির সিদ্ধান্ত নেয় আরব আমিরাত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post