কিছুদিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস। এর আগেই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। এবারের রমজানকে ঘিরে তালিকায় নতুন পণ্য যুক্ত করা হয়েছে খেজুর।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) উত্তর সিটি করপোরেশনের তিব্বত মোড়ের পূর্ব কলোনী বাজারসংলগ্ন পলিটেকনিক মাঠে এ কার্যক্রম উদ্বোধন করেন। সারা দেশে এক কোটি কার্ডধারী পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম সারা দেশে শুরু হতে যাচ্ছে। একজন নিম্নমধ্যবিত্ত কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন।
এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০০ টাকা রাখা হবে, মসুর ডাল ৬০ টাকা ও, প্রতিকেজি চিনি ১০০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ কার্যক্রম পরিচালনা করা হবে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী। এ সময়ে নিজ নিজ এলাকার কার্ডধারীরা নির্ধারিত দোকান বা জায়গা থেকে পণ্য কিনতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post