দিন দিন বেড়েই চলেছে হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর সংখ্যা। আমাদের বুকে ব্যথা কিংবা শরীরের বাঁ-পাশে ব্যথা মানেই বুঝি হার্ট অ্যাটাক। তবে হার্ট অ্যাটাক ছাড়াও ভিন্ন কারণে বুকে ব্যথা হয়ে থাকে।
বুকে ব্যথা কেন করছে?
শুধুমাত্র হার্ট অ্যাটাকের জন্যই বুকে ব্যথা হয়ে থাকে তাও কিন্তু নয়; বুকে ব্যথার আরও অনেক কারণও থাকতে পারে। বুকে কেন ব্যথা করছে তা আগে বুঝতে হবে। এবং যথা-সময় এর সঠিক চিকিৎসা করতে হবে। তাছাড়া পরবর্তী সময়ে বিপজ্জনক হতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক ছাড়া যে যে কারণে বুকে ব্যথা হয়ে থাকেঃ–
শুকনো কাশি
বুকের মাংসপেশিতে প্রচুর চাপ পড়তে পারে শুকনো কাশির কারণে। এর জন্য পরবর্তী সময়ে বুকে ব্যথা হয়। এ ছাড়া যথাসময়ে কাশি ভালো না হলে বুকে ব্যথা বাড়তে পারে। তাই দ্রুত সময়ে চিকিৎসকের পরামর্শ নিন।
পালমোনারি এমবোলিজম
বুকে ব্যথার কারণ হতে পারে পালমোনারি এমবোলিজম। এটি একটি হার্টের সমস্যা, পালমোনারি এমবোলিজম ফুসফুসে রক্ত পরিবহনকারী ধমনিতে বাধা সৃষ্টি করে। ফলে ফুসফুসে রক্ত সময়মতো পৌঁছাতে পারে না তায় বুকে ব্যথা হয়। হঠাৎ বুকে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
ফুসফুসের সংক্রমণ
অনেকের ফুসফুসে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে কোভিডের-পরবর্তী সময় থেকে যার ফলে বুকে ব্যথা দেখা দেয়। যদি ফুসফুসে ভাইরাসের আক্রমণ হয় তাহলেও বুকে ব্যথা শুরু হতে পারে।
নিউমোনিয়া
বুকে ব্যথার অন্য একটি কারণ হতে পারে নিউমোনিয়ায় আক্রন্ত হলে। কেননা, নিউমোনিয়া এমন একটি রোগ যা ফুসফুসের এয়ার ব্যাগকে ফুলিয়ে দেয়। তখন এটি বুকে ব্যথার বড় একটি কারণ হয়ে দাঁড়ায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post