পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য কাজের সময় কমানোর ঘোষণা দিয়েছে ওমান। আসন্ন রমজান মাসে কর্মীদের কাজের সময় বেঁধে দিয়ে নতুন এই সিদ্ধান্ত জানিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ।
ওমান টিভি জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মাহে রমজানে অফিস চলবে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। তবে প্রয়োজনীয়তা বিবেচনায় কর্তৃপক্ষ চাইলে সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা, ৮ টা থেকে বেলা ১ টা, ৯ টা থেকে দুপুর ২ টা কিংবা সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত যে কোনো একটিকে অফিসের সময় হিসেবে নির্ধারণ করতে পারবে।
আর রমজান মাস উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজের ধরন অনুসারে নির্দিষ্ট সময় কমানোর বিকল্প রাখা হয়েছে। বেসরকারি খাতের মুসলিম কর্মীদের কর্মঘণ্টা দিনে ৬ ঘণ্টা এবং সপ্তাহে ৩০ ঘণ্টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এই সময়সূচির বাইরে কেউ অতিরিক্ত কাজ করলে তা ওভারটাইম হিসেবে বিবেচিত হতে পারে। এর জন্য কর্মীরা অতিরিক্ত মজুরি পাবেন।
পবিত্র মাসে সিয়াম সাধনার পাশাপাশি ধর্মীয় সংস্কৃতি অনুশীলনে মুসলিমদের অংশগ্রহণের সুবিধার্থে প্রায় সব মুসলিম দেশেই কর্মঘণ্টা কমানোর নিয়ম আছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও ইতোমধ্যে কর্মঘণ্টা কমিয়ে আদেশ জারি করেছে। তারই ধারাবাহিকতায় অফিসের সময়সূচী নিয়ে নতুন নির্দেশনা দিলো সালতানাত অফ ওমান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post