মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ে কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন দুই বাংলাদেশি দুলাল ও কামাল হোসেন। তাদের বাড়ি কুমিল্লার দেবীদ্বার এলাকার এলাহাবাদ গ্রামে। মর্মান্তিকভাবে এই দুই প্রবাসীর প্রাণ বিয়োগের ঘটনায় পরিবারে শোঁকের ছায়া নেমে এসেছে।
১৬ মাস আগে সংসারের হাল ধরতে বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে সাত লাখ টাকা ঋণ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমায় দুলাল। ঋণের সেই বোঝা আরও ভারী হয়েছে দুলালের মৃত্যুর খবরে।
প্রবাসী দুলাল মিয়ার মা আনোয়ারা বেগম জানান, গত এক বছরে তার স্বামীসহ আরো দুই সন্তান হারিয়েছেন তিনি। চার ভাই পাঁচ বোনের সংসারে দুলাল ছিল সবার ছোট। এখন সেও চলে গেলো। ঋণ কি করে পরিশোধ করবেন সেই চিন্তা ছাপিয়ে আনোয়ারা বেগম এখন সন্তানের মুখটা শেষবারের মতো একবার দেখতে চান।
অপর প্রবাসী কামাল ছিলেন দুলাল মিয়ার প্রতিবেশী। ১৪ মাস আগে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ করে মালয়েশিয়া যান। অর্থের অভাবে পড়া শেষ করতে না পারা এই প্রবাসীও রেল লাইনের ট্র্যাকে পিষ্ট হয়েছেন।
এখন লাশ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার। এর আগে কাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশির তথ্য দেয় মালয়েশিয়ার পুলিশ। তারা ৩ জনই কলিং ভিসায় একটি ওয়ার্কশপে কাজ করতেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post