বিশ্বব্যাপী কমবেশি সব স্মার্টফোন ব্যবহারকারী মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস ওভার আইপি একটি পরিষেবা।
হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য বার্তা,ভয়েস, ভিডিও কল, ছবি ও নথি ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য সামগ্রী ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম।
তবে কোন ব্যবহারকারী যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এর অপব্যবহার করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন, যা ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ ব্যবহার পরিষেবা সমস্যার সৃষ্টি করতে পারে। এক নজরে দেখেনিন ঠিক কি কি কাজ করলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হতে পারে।
১. আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপের অ্যাপ ব্যবহার করলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। আনঅফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপগুলো তৃতীয় পক্ষের ডেভেলপাররা তৈরি করেছে।
২. অ্যাপ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে বেআইনি বা অবৈধ কিছু শেয়ার করা কিংবা অন্যদের হুমকি, ঘৃণ্য ও আপত্তিকর কিছু ছড়িয়ে দেওয়া।
৩. ব্যবহারকারী কাউকে ব্লক কিংবা ব্যবহারকারীরা কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের রিপোর্টও করতে পারেন। হোয়াটসঅ্যাপ রিপোর্ট করার সময় পর্যালোচনার জন্য শেষ পাঁচটি বার্তার অ্যাক্সেস পায়। পর্যালোচনায় নিশ্চিত করে যে সেই অ্যাকাউন্টটি কোনো নীতি লঙ্ঘন করছে কি না। যদি একাধিক রিপোর্ট একই ধরনের নীতি লঙ্ঘন করে থাকে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
৪. হোয়াটসঅ্যাপে এমন কোন কনটেন্ট পাঠানো যা কিনা অন্য ব্যবহারকারীদের ক্ষতি করে, যার মধ্যে স্ক্যাম ও ম্যালওয়্যার রয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার অনুমতি দেয়া হয় না, যেমন- ফিশিং স্ক্যামগুলো পরিষেবাতে বেআইনি।
৫. কোন ব্যবহারকারী যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাছে অবাঞ্ছিত প্রচারমূলক ( স্প্যাম ) বার্তা পাঠান, তাহলেও হোয়াটসঅ্যাপ পরিষেবা থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।
৬. যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ পরিষেবার শর্তাবলী ‘মিথ্যা ও ভুল উপস্থাপনা বা বিভ্রান্তিকর বিবৃতি’প্রকাশ করা। ব্যবহারকারী যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করবে।
৭. ব্যবহারকারীর অনুমতি ছাড়া কাউকে গ্রুপে যুক্ত করলে নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।
৮. ব্যবহারকারী যত খুশি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু কেউ অটোমেশন যেমন-বাল্ক মেসেজ, অটো-মেসেজিং এবং অটো-ডায়ালিং ব্যবহার করতে পারবেন না। অ্যাকাউন্ট কিংবা গ্রুপ তৈরির জন্য অটোমেশন ব্যবহার করার অনুমতিও নেই। এই ধরণের আচরণ সনাক্ত করতে হোয়াটসঅ্যাপ অ্যাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ‘এআই’ ব্যবহার করে থাকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post