কেনিয়ায় নাইরোবি ন্যাশনাল পার্কের ওপর একটি প্রশিক্ষণ বিমান ও একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনায় আরো ৪৪ জন রক্ষা পেয়েছে এবং তারা অক্ষত আছে।
জানা গেছে, বিমান দুটিতে মোট ৪৬ জন আরোহী ছিলেন। এর মধ্যে একটি যাত্রীবাহী বিমানে ছিলেন ৪৪ আরোহী। আর অপর একটি প্রশিক্ষণ বিমানে ছিলেন দুজন, তারা নিহত হয়েছেন।
এদিকে, দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানে পাইলট হিসেবে থাকা এক শিক্ষার্থী এবং তার প্রশিক্ষক নিহত হয়েছেন। প্রশিক্ষণের সময়ই যাত্রীবাহী একটি প্লেনের সঙ্গে তাদের প্লেনের সংঘর্ষ হয়।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলেন, গত মঙ্গলবার সকালে এভিয়েশন সংস্থা সাফারিলিংকের একটি প্লেন এবং ৯৯ ফ্লাইং ট্রেনিং স্কুলের একটি প্লেনের মধ্যে এই সংঘর্ষের দুর্ঘটনা ঘটে।
নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গেই এএফপিকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
সাফারিলিংক এভিয়েশন সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, তাদের ওই বিমানে ৪৪ জন আরোহী ছিলেন। এটি দিয়ানির উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর বিমানটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়।
এতে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানের যাত্রী এবং ক্র সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এ দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং সাফারিলিংক এভিয়েশন তদন্ত কার্যক্রমে অংশ নেবে।
এদিকে, ৯৯ ফ্লাইং স্কুলও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post